ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৪:৫৩ পূর্বাহ্ন

চাটখিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে “মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন আনুদান

  • আপডেট: Saturday, May 20, 2023 - 3:10 pm
  • পঠিত হয়েছে: 129 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধিঃ চাটখিল নোয়াখালী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আফসর উদ্দিন পাটোয়ারী বাড়ীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, সুমনের পরিবারকে “মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ বিকেলে মোহাম্মদ আলী তফাদারের বড় ছেলে মহিন ঊদ্দিন তফাদার, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক কামরুল কাননও ফাউন্ডেশনের সদস্যরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করে
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।

এসময় মহিন ঊদ্দিন তফাদার বলেন আমার বাবা মোহাম্মদ আলী দফাদার চাটখিল পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে আত্মমানবতার সেবায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন সে কারণে আমরা বাবার আদর্শে আদর্শিত হইয়া আত্ম-মানবতার সেবা করার মানসিকতা নিয়ে মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
আমাদের সমাজে হত – দরিদ্র অসহায় ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ‘মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।