চাটখিলে মানুষের চলাচলে ব্রীজ এখন মরণ ফাঁদ
আনিছ আহম্মদ হানিফ, চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালী চাটখিল উপজেলা ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের বাবুপুর মোহাম্মদপুর চলাচলের একমাত্র রাস্তাটি দরগা বাজারের পশ্চিম পাশে শংকর খানের উপর ব্রীজটির মাঝামাঝি স্থানে পাঁকা করনের ঢালাই ভেঙ্গে পড়ে ঐস্থানে রড দেখা যায় দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে উক্ত রাস্তা দিয়ে ভারী যানবাহন স্কুল কলেজের ছাত্র ছাত্রী অসুস্থ রোগী বহনকারী গাড়ি চলাচলের অনুপযোগী এছাড়াও ব্রীজটি চলাচলের রাস্তা দূই পাশ থেকে অনেক উচু হওয়ার কারণে ব্রীজের ভাংঙ্গা অংশ দেখা না যাওয়ার কারণে ইতিমধ্যে অনেক অটো রিকশা সিএনজি হোন্ডা এক্সিডেন্ট করে এসব গাড়ি আরোহীরা দুর্ঘটনার শিকার হয় বর্তমানে ব্রীজটি উপর দিয়ে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী জনসাধারণ চলাচল এবং মালামাল আনা নেওয়া করা অনুপযোগী এছাড়াও বাবুপুর মোহাম্মদপুর রাস্তাটি দুই মাতা ফাঁকা হলেও যশোড়া গ্রামের পূর্বপাশ ব্রীজের পুর্ব অংশ আধা কিলোমিটার কাঁচা ভাঙ্গাচুরা এলাকাবাসীর সাংবাদিকদের জানান তাদের প্রাণের দাবি উক্ত ব্রীজও রাস্তাটি জরুরী ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান নির্বাহি অফিসার উপজেলা ইঞ্জিনিয়ার সরজমিনে পরিদর্শন করে তাদের জনগুরুত্বপূর্ণ ব্রীজ রাস্তাটি মেরামত করে সর্বসাধারণের চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।