ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ২:৫১ অপরাহ্ন

শিরোনাম

একটি হারানো বিজ্ঞপ্তি

  • আপডেট: Sunday, April 30, 2023 - 9:00 am
  • পঠিত হয়েছে: 157 বার

ঢাকা: গত ১৩ই এপ্রিল ২০২৩, রোজ বৃহস্পতিবার, গোধূলি ট্রেনে করে ফেনী থেকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার পর কচুক্ষেত আসা পথে রাত ১০.২২ মিনিটে স্টেশনের বাহিরে বাস হেল্পারের সাথে কথা বলতে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় এর পর থেকে উনি নিখোঁজ আছেন। নামঃ সুধীর চন্দ্র দাস, পিতাঃ মৃত রুহিনী কুমার দাস, বয়সঃ ৬৩ বছর, উচ্চতাঃ ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রংঃ শ্যামবর্ণ, মুখমণ্ডলঃ লম্বাকার, গায়েঃ বাদামী রঙের হাফ শার্ট, পরনেঃ সাদা-নীল স্টেপের পায়জামা, পায়েঃ চামড়ার জুতা এবং গলায় তুলসীর মালা আছে। এ বিষয়ে কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যাহার জিডি নং: ৬৬৭। নিখোঁজ সুধীর চন্দ্র দাসের ছেলে জানান ,বার্ধক্য জনিত কারণে স্মৃতিশক্তি কিছুটা লোপ পায়। বৃহস্পতিবার, গোধূলি ট্রেনে করে ফেনী থেকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার পর কচুক্ষেত আসা পথে হারািয়ে যান। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করার করা হয়েছে। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পা্য়নি। যদি কোন স্বহৃয়বান ব্যক্তি আমার বাবার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হযেছে। উনার ছেলের মোবাইল নম্বর (০১৯৭৮৮৮৬৩৬৫) এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। বি:দ্রঃ প্রকৃত সন্ধান দাতাকে পুরষ্কৃত করা হবে। ধন্যবাদ।