ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

সুরাঞ্জলী’র এবারের ঈদ আয়োজন

  • আপডেট: Friday, April 21, 2023 - 5:22 pm
  • পঠিত হয়েছে: 609 বার

বিনোদন রিপোর্ট: প্রতিবারের মত এবারও বিনোদনের বিশাল আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান সুরাঞ্জলী। ঈদ আয়োজনে প্রথমেই রয়েছে মোশারফ করিম, জুঁই, শামিম জামান,সুরশ্রী প্রামানিক প্রমুখ অভিনীত নাটক“কিলার”।

থ্রিলার ধর্মী নাটকটি রচনা করেছেন স্বাধীন শাহ্ এবং পরিচালনায় রয়েছেন শামীম জামান। নাটক “হৃদয় ক্ষরন” রচনায় সাকিব রায়হান, পরিচালনায় নাজমুল রনি।

ত্রিভুজ প্রেমের এই নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, জান্নাতলি সুমাইয়া হিমি, সেমন্তি সৌমি, শেলী আহসান, মিলি বাশার প্রমুখ।

রয়েছে আরশ খান, তানিয়া বৃষ্টি, মম আলী, বাশার বাপ্পি অভিনীত নাটক “হাসিতে ফাঁসি।
রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল এবং পরিচালনায় রয়েছেন মেহেদি হাসান জনি, জামিল হোসেন, ইমু শিকদার, সঞ্জিব আহমেদ, আলেয়া পারভিন আলো অভিনীত নাটক “সিলেটি কবিরাজ” রচনা মো আসাদু্জ্জামান সোহাগ, পরিচালনায় বর্ণ নাথ।

আরো আছে নাটক “লোকাল সাংবাদিক” নাটকটি রচনা করেছেন মোঃ আসাদুজ্জামান সোহাগ,পরিচালনা করেছেন বর্ণ নাথ। নাটকটিতে অভিনয় করেছেন জামিল হোসেন, সিনথিয়া পারভিন, লিটন খন্দকার, হুমায়ুন কাবেরী প্রমুখ।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্ণধার কাউয়ুম খান বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারের ঈদে ও চেষ্টা করেছি দর্শকদের ভিন্ন গল্পের তারকা সমৃদ্ধ কিছু চমৎকার নাটক উপহার দিতে,আশা করছি দর্শক নাটক গুলো দারুণ ভাবে গ্রহন করবে।