বাংলাদেশ আইন সমিতির ইফতার ও দোয়া মাহফিল
টাচ নিউজ ডেস্ক: বাংলাদেশ আইন সমিতির ইফতার ও দোয়া মাহফিল (২০২৩) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) ২৩ রমজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিলের করা হয়।
এতে বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মনজুরুল মোঃ শাহনেওয়াজ টিপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞ বিচারপতিগণ, বিজ্ঞ আইনজীবীগণ, বাংলাদেশ আইন সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আইন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু হানিফ উপস্থিত ছিলেন।