ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট: Sunday, April 16, 2023 - 4:51 pm
  • পঠিত হয়েছে: 137 বার

টাচ নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে আজ ১৬ এপ্রিল ২০২৩ রবিবার, বিকাল ৩টায় মিরপুর ১৪ নম্বরের জামেউল উলুম মাদ্রাসা মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জননেতা কামাল আহমেদ মজুমদার এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ- সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।