ঢাকা | অক্টোবর ১১, ২০২৪ - ১:৫০ পূর্বাহ্ন

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

  • আপডেট: Thursday, April 13, 2023 - 11:29 am
  • পঠিত হয়েছে: 146 বার

টাচনিউজ ডেস্ক: চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ৩টায় এই জেলায় আজ ও এই মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না।

গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তবে এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১৫ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ১২ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। একইসঙ্গে তাপমাত্রা আরও বাড়বে।