ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

খুলনায় কারামুক্ত নেতাকর্মীদের মাঝে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বকুলের ঈদ উপহার সামগ্রী প্রেরণ

  • আপডেট: Thursday, April 6, 2023 - 7:36 pm
  • পঠিত হয়েছে: 151 বার

টাচ নিউজ ডেস্ক: দেশের ১৮কোটি মানুষের ভোটের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গ্রেফতারকৃত খুলনার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দের মাঝে আসন্ন ঈদ উল ফিতরের উপহার সামগ্রী প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

উল্লেখ্য, বিগত রমজান থেকেই খুলনার রাজপথে আন্দোলন সংগ্রামরত বিএনপির যেসকল নেতাকর্মী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ কর্তৃক বিনা অপরাধে গ্রেফতার হয়েছেন তাদের চিকিৎসা, জেলখানায় পিসিতে নগদ অর্থ প্রেরণ, পরিবারের সদস্যদের জন্য নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী উপহার প্রদান এবং কারাবন্দী নেতৃবৃন্দের জামিনের জন্য দরকারি আইনী সহায়তা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রদান করেছেন।

এসকল কর্মকান্ডের ধারাবাহিকতায় এবছর পবিত্র মাহে রমজানের শুরুতেই খুলনা বিএনপির মৃত, প্রবীণ, বয়োজ্যৈষ্ঠ ও কারাবন্দী নেতাকর্মীদের বাড়িতে তিনি ইফতার সামগ্রী প্রেরণ করেন। দলের গ্রেফতারকৃত এবং সদ্য কারামুক্ত প্রতিটি নেতৃবৃন্দকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে তাদের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী প্রেরণের কাজ তিনি আজ থেকে শুরু করেছেন।

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গ্রেফতারকৃত ২নং ওয়ার্ডের আহবায়ক মোঃ এমদাদুল হক, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা আরিফিন শরীফ, খানজাহান আলী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোল্লা সোহাগ, যোগীপোল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই রুমি শিকদার, খানজাহান আলী থানা যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মাসুম খান, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ইসলাম, যোগীপোল ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলমগীর হোসেন, জাসাস নেতা জিয়াউর রহমান, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক জি এম মঞ্জুরুল ইমাম, যোগীপোল ইউনিয়ন সদস্য মামুন শেখ, যুবদল নেতা রুবায়েত, যোগীপোল ইউনিয়নের তেলিগাতীর মোঃ নাসির ও মোঃ তৌফিকের বাড়িতে আজ সকাল থেকেই খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত ঈদ উপহার সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ কাজী মিজানুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, আলমগীর হোসেন, খন্দকার এনামুল হক ডায়মন্ড সহ খানজাহান আলী থানা বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।