উদ্দীপ্ত-৯৬ ব্যাচের আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত
টাচ নিউজ ডেস্ক:বন্ধুত্ব, ঐক্য ও সফলতা’ এই স্লোগানকে ধারণ করে রাজধানীর খিলগাওয়ের একটি রেস্টুরেন্টে উদ্দীপ্ত-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উদ্দীপ্ত-৯৬ মূলত মাদারীপুর জেলার সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। রাজধানী ঢাকার বুকে মিলিত হয়ে সারাদিন আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন,তারা একে অপরকে দেখে বলে ওঠেন, বন্ধু শব্দটি শুনলেই অন্য রকম অনুভূতি কাজ করে। মনে হয় খুব কাছের কেউ। যার সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়। একে অপরের বিপদে এগিয়ে আসে। দীর্ঘদিন পর আজকের এই মিলনমেলার এই অনুষ্ঠানে এসে সাক্ষাৎ পেয়েছেন অনেক বন্ধু বান্ধবীদের। কলেজ জীবনের পুরনো সেই দিনের স্মৃতিচারন করতে তারা মহাব্যস্ত। কতদিন তোর দেখা নেই। বন্ধু কি খবর বল তোর। কেমন আছিস তোরা। ইত্যাদি এসব কথা নিয়েই যেন আবার তারা সেই হারিয়ে যাওয়া বিদ্যাপীঠে নতুনরুপে ফিরে পেয়েছে।
সরকারি,বেসরকারি ,ব্যাংকারসহ বিভিন্ন পেশার বন্ধুদের নিয়ে গঠন করা হয় একটি নতুন কমিটি। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.মোস্তাফিজুর রহমান ইরান। তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাএলীগ নেতা এস এম মহিউদ্দিন।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি জেলা অ্যাডজুটেন্ট আনসার ও ভিডিপির মো. আহসান উল্লাহ , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল , হুমায়ুন কবির বাবুল ও ফিরোজুল হক ওমর। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ফিরোজ হোসেন ও আক্তার হোসেন। এছাড়াও অর্থ সম্পাদক মো: নুরুজ্জামান, দফতর সম্পাদক রইচ উদ্দিন বিপ্লব, প্রচার সম্পাদক কাওছার আহমেদ, আইন সম্পাদক নাসীর উদ্দিন রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক সায়েম, মহিলা বিষয়ক সম্পাদক কাকলী, আন্তর্জাতিক সম্পাদক লাল মিয়া, ক্রীড়া সম্পাদক নিপ্পন এবং শিক্ষা ও আইসিটি সম্পাদক আব্দুল কাদের ফকির।
কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ অহিদুজ্জামান অপু, মোকলেছুর রহমান, মিজানুর রহমান, জুলহাস মাদবর, রকিবুল হাসান, খালেকুজ্জামান ও ওয়াসিফ।