ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৪:১৬ অপরাহ্ন

শিরোনাম

বিপ্লবের পিতার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

  • আপডেট: Monday, March 13, 2023 - 2:29 pm
  • পঠিত হয়েছে: 132 বার

টাচ নিউজ ডেস্ক:খুলনা খালিশপুরের আমাদের প্রিয় ছোট ভাই বিপ্লব রহমানের পিতা আঃ খালেক কেএনএম ট্রান্সপোর্ট (সহ সভাপতি) ১৩ মার্চ ২০২৩ইং বিকাল ৪.৩০ মিনিটে সিটি মেডিকেল হাসপতালে মারা গেছেন ( ইন্না-লিল্লাহ অ ইন্নাইলাহে রাজিউন) । বিপ্লবের বাবার আচার ব্যাবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবেন। আগামীকাল সকালে১০ টায় খুলনা নিউজপ্রিন্ট মিলস গেট মসজিদে মরহুনের জানাজা ও দাফন গোয়ালখালী কবরস্হানে হবে। ইনশাআল্লাহ। সবার কাছে মরহুমের আত্মার মাগফেরাত দোয়া কামনা করছি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মন্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।