ঢাকা | অক্টোবর ৪, ২০২৪ - ১:১৩ পূর্বাহ্ন

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৭ মার্চ পালিত

  • আপডেট: Tuesday, March 7, 2023 - 10:41 am
  • পঠিত হয়েছে: 106 বার

টাচ নিউজ ডেস্ক:শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযথা মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। আজ রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মন্ত্রণায়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।