ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

চাটখিলে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, February 20, 2023 - 1:55 pm
  • পঠিত হয়েছে: 109 বার

আনিছ আহম্মদ হানিফ,নোয়াখালী চাটখিল প্রতিনিধি:প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব আলমের নির্দেশে নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে গত ১০ ও ১১ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপি’র কর্মসূচির বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি হিসেবে প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে যুবলীগের বিক্ষোভ মিছিল উপজেলায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

পৌরসভা যুবলীগের সভাপতি ওমর ফারুক রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান গাজীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক নজরুল দেওয়ান, সাজ্জাদ হোসেন মিল্টন প্রমূখ।

বক্তারা বলেন পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। যুবলীগ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে থাকবে।

এছাড়াও উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।