ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

সুহাসিনী

  • আপডেট: Wednesday, February 15, 2023 - 5:42 pm
  • পঠিত হয়েছে: 265 বার

ত্রিবেণী রায় তনু

এসো সুহাসিনী,
বক্ষমাঝে সান্নিধ্য ঢেলে দিয়ে যাও।
শান্তি পাই এই আলিঙ্গনে।
এই অবাক দৃষ্টিতে যে মোহ জন্মায় রোজ,
তার বিবিধ বিকাশে ভালোবাসা উজাড় করে দিয়ে গেলাম।
এসো সুহাসিনী, এসো এই অধমের নিপাত যাওয়া স্পষ্ট শব্দে।

রোজ রোজ এই শহরের রক্ত আমি নিতে পারিনা,
প্রতি ঘৃণায় জন্ম নেওয়া হিংসায় ভরা প্রতিযোগিতা আমার রক্ত চুষে নিচ্ছে।
উচ্চ যতো শিক্ষা, উচ্চ ততো অপমানের জোর।
প্রতিরক্ষায় একমাত্র স্তব্ধ শান্তি আমার – ‘সুহাসিনী’।
আমার অন্তর্জালের আড়ালে বসে সহ্য করা সব হিংস্রতায় মলিন রূপ যে দেয় প্রতিনিয়ত,
আমি তার নিকট কৃতজ্ঞ।
আমি অবিরাম কৃতজ্ঞ বারবার।
ব্যাঙ্গাত্মক ঈর্ষার গোপনে অবস্থানরত সরলতা চুপ হয়ে যায় ভরা স্রোতে।
সেই থেকে জন্ম নেয় প্রতিনিয়ত এমনই এক অদৃশ্য, কল্পনীয়- ‘সুহাসিনী’।