ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম

চাটখিল বিএনপির পদযাএায় হামলায় আহত নেতাদের পাশে যুবদল

  • আপডেট: Monday, February 13, 2023 - 6:10 pm
  • পঠিত হয়েছে: 143 বার

আনিস আহমদ হানিফ,নোয়াখালী চাটখিল প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে তৈল, গ্যাস, সার,বিদ্যুৎ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে চাটখিল উপজেলার ১২টি ইউনিয়নে সকাল ১০ ঘটিকা পদযাত্রা শুরু করে। চাটখিল বিএনপির নেতারা বলেন, পদযাএায় ১নং শাহাপুর ইউনিয়নের সোমপাড়া, ৭নং হাটপুকুরিয়া ইউনিয়নে বিনাতালা বাজারে ৩নং পরকোট ইউনিয়নে দশঘরিয়াবাজারে মিছিল চলা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। হামালায় ১নং শাহাপুর ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন বাবুল, জাহিদ চৌধুরী, শ্রমিক নেতা হারুন মোল্লা,যুবদল নেতা রুবেল হোসেন, মোঃ হাচান, ছাএদল কর্মী শাব্বির এছাড়াও ৭নং ইউনিয়নে মাসুদ মাষ্টার ফারুক, যুবদল নেতা আবু ইউছুপ, মো.রতন, মো. জিয়া, শাহা আলমকে আহত করে। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করে, তারা আরো জানান সরকার দলীয় কর্মীরা আমাদের নেতাদের কে হামাল করে আহত করার পর তারা সোমপাড়া বিএনপির দলীয় কার্যালয় ঢুকে অফিসে থাকা মালামাল আসবাবপত্র ভাংচুর করে।
গতকাল হামলায় আহত নেতাকর্মীদের দেখতে যান উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর,যুগ্ম আহবায়ক সাইফুল আজম জগলু, ইসমাইল হোসেন,এয়াছিনসহ ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদলের নেতৃবৃন্দ।