ঢাকা | অক্টোবর ১১, ২০২৪ - ১:৫৩ পূর্বাহ্ন

স্টেজ শো দিয়ে গানে ফিরেছেন কাজী সোমা

  • আপডেট: Monday, January 30, 2023 - 1:27 pm
  • পঠিত হয়েছে: 180 বার

টাচ নিউজ ডেস্ক:
আজ থেকে আট মা আগে সঙ্গীতশিল্পী কাজী সোমা’র জীবনে এক ভয়াবহ ঝড় নেমে আসে। য কারণে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পরেছিলেন। সেই অবস্থা থেকে কাজী সোমা নিজেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। গান থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন তিনি। সেখান থেকেও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছেন তিনি। এরইমধ্যে গানে অর্থাৎ স্টেজ শো’তে ফিরেছেন তিনি। কুমিল্লা’সহ ঢাকার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় স্টেজ শো’তে পারফর্ম করেছেন তিনি। ২০২০ সালে করোনা মহামারির প্রথম ধাপের পর প্রকাশিত হয় সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’ গানটি। এটি লিখেছেন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অনিক শাহান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাবিব রহমান। ২০২১ সালে প্রকাশিত হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘তুই ফাড় হয়ে ঠাঁই দিও’। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ, সুর করেছেন এমডি সেলিম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইউসুফ খান। দু’টি গানের জন্যই প্রশংসিত হয়েছেন কাজী সোমা। এদিকে মাঝে গানে বিরতি দেয়ার কারণে নতুন আর কোনো গান নিয়ে পরিকল্পনা করার সুযোগ পাননি কাজী সোমা। তবে কিছুদিন আগে একটি স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহন করার মধ্যদিয়ে সোমা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। নিজের গানের ভাবনা প্রসঙ্গে কাজী সোমা বলেন,‘ অনেক ধন্যবাদ জানাতে চাই যখন আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম তখন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় আঁখি আপা, শ্রদ্ধেয় পূর্ণিমা, নিপুণ’সহ মিডিয়ার আরো অনেকেই আমার খোঁজ নিয়েছেন। বিশেষত আঁখি আপা আমাকে অনেক সাহস দিয়েছেন।