ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

বগুড়া- ৬ আসনের উপ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ ও মতবিনিময় সভা

  • আপডেট: Friday, January 27, 2023 - 9:00 am
  • পঠিত হয়েছে: 131 বার

টাচ নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাগেবুল আহসান রিপুকে বগুড়া- ৬ আসন এর আসন্ন উপ নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ বেলা ১২ টায় বগুড়া জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে। এসময় বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল। এসময় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় বগুড়া শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সেউজগাড়ী মোড়ে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী রাগেবুল আহসান রিপু, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিন।
এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আবু জাফর, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহিন,সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান স্মরণ
এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।