ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম

টিসিবি পণ্যের পরিমাণ বাড়ছে না, জানালেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

  • আপডেট: Tuesday, January 10, 2023 - 9:21 am
  • পঠিত হয়েছে: 138 বার

অনলাইন ডেস্ক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জানুয়ারি মাসে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আপাতত জনপ্রতি এ পণ্যের পরিমাণ বাড়ছে না।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত এক বছরে এক কোটি পরিবারকে পণ্য দিতে টিসিবির পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এজন্য আপাতত এ পণ্যের পরিমাণ বাড়ছে না। প্রতি মাসে একবার করে একটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য তুলে দেওয়া হবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান। এছাড়া ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, আরশ এন্টারপ্রাইজের সিরাজুল ইসলাম মিলন ও হ্যাপী এন্টারপ্রাইজের কামরুন নাহার হ্যাপী উপস্থিত ছিলেন।