ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীতে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে ১৫টি কোম্পানির বাসে

  • আপডেট: Tuesday, January 10, 2023 - 8:26 am
  • পঠিত হয়েছে: 234 বার

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় ১৫ টি কোম্পানির বাসে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে। আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল করা বাসে এই ই-টিকিট সেবা চালু করা হয়।

আজ মঙ্গলবার থেকে মোহাম্মদপুর, আজিমপুর, ধূপখোলা, ডেমরা, উত্তরা, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল শুরু করেছে বাসগুলো।

এর আগে গত সোমবার দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, এই তিন অঞ্চলের ১৫টি বাস কোম্পানির ৭১১টি বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে।

এর আগে, মিরপুর অঞ্চলে চলাচলরত সবকটি বাস কোম্পানিতে ই-টিকিটিং চালু করা হয়। এর মধ্যে ২২ সেপ্টেম্বর প্রথমে আটটি বাস কোম্পানিতে পরীক্ষামূলকভাবে এবং পরে ১৩ নভেম্বর থেকে ওই অঞ্চলের আরও ২২টিতে ই-টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে।

আরও পড়ুন