ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ১২:৩৭ পূর্বাহ্ন

বোনের মূত্যু সংবাদ শুনে চাটখিলে ছুটে আসেন স্থানীয় সরকারমন্ত্রীর তাজুল ইসলা

  • আপডেট: Monday, January 9, 2023 - 5:50 am
  • পঠিত হয়েছে: 113 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলামের বোন হাজেরা খাতুন রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম ইমপেরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রবিবার (১জানুয়ারী) বাদ যোহর বানসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমা হাজেরা খাতুন নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামের হাজী মজিবুল হকের স্ত্রী।

মরহুমার জানাজা স্থানীয় সরকারমন্ত্রী লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি শাকিল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, কুমিল্লা ও নোয়াখালী জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়েছে।