ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

ময়মনসিংহ সড়কে নৌকা বাতির দৃষ্টিনন্দন

  • আপডেট: Sunday, January 8, 2023 - 7:11 pm
  • পঠিত হয়েছে: 119 বার

টাচ নিউজ ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশনের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজারের গোলচত্বর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকা আকৃতির দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়ক বাতি। রোববার সন্ধ্যায় সড়ক বাতির উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

তিনি বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়ক বাতি স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে নগরীর সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

মেয়র বলেন, করোনা ও বৈশ্বিক সংকটের কারণে করপোরেশনের উন্নয়ন বাধগ্রস্ত হয়েছে। আশা করছি, এ সংকট কেটে যাবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মণ্ডল, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোছা. ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন প্রমুখ।