ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:০৭ অপরাহ্ন

শিরোনাম

৬ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন আ.লীগের নতুন নেতৃত্ব

  • আপডেট: Tuesday, December 27, 2022 - 1:50 pm
  • পঠিত হয়েছে: 135 বার

অনলাইন ডেক্স : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৬ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। নবনির্বাচিত সভাপতি হিসেবে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দলের সভাপতিমণ্ডলীর সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে গিয়ে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

আগামী ৬ জানুয়ারি আওয়ামী লীগের নতুন নেতৃত্ব টুঙ্গিপাড়া যাওয়ার আগেই সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একাধিক সিনিয়র নেতা।

তাদের ভাষ্যমতে, আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পর প্রতিবার জাতির পিতার কবর জিয়ারত করা হয়। তার আগে দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূরণ করা হয়। হয়তো ২/১ টা বাকি থাকে। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।