ঢাকা | নভেম্বর ৬, ২০২৪ - ১:০৪ পূর্বাহ্ন

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান ড্যাব

  • আপডেট: Thursday, December 8, 2022 - 10:27 am
  • পঠিত হয়েছে: 128 বার

টাচ নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানকারী বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বর্তমান সরকারের মদদপুষ্ট বাংলাদেশ পুলিশের কিছু অতি উৎসাহী সদস্যরা বিনা উস্কানিতে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনকে জোরপূর্বক স্তব্ধ করার অভিপ্রায়ে এই হামলা চালিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কখনো বলপ্রয়োগ করে বন্ধ করা যায় না। বরং এই ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আন্দোলনের গতি ও মাত্রাকে ত্বরান্বিত করে।‘

ড্যাবের নেতারা বলেন, ‘জনগণের সব অধিকার হরণকারী এই সরকার অত্যাচারের স্টিমরোলার চালিয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে। সুতরাং পুলিশ কিংবা অন্য কোনো বাহিনী দিয়ে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না।’

এ সময় অনতিবিলম্বে অসাংবিধানিক, অগণতান্ত্রিক আচরণ থেকে বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরে আসার জন্য ড্যাবের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। নইলে সব পেশাজীবিকে নিয়ে চলমান আন্দোলন আরও বেগবান করে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন ড্যাব নেতারা।