ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৪ - ১:১৭ পূর্বাহ্ন

ঢাকার আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের মিছিল

  • আপডেট: Thursday, December 8, 2022 - 10:32 am
  • পঠিত হয়েছে: 109 বার

টাচ নিউজ ডেস্ক: ‘আওয়ামী লীগ সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগান দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মিছিল করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তারা এ মিছিল করেন। এ সময় বিএনপির আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন তারা।

মিছিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাতেন, মোল্লা আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য কেন্দ্রীয় নেতারা আদালতে হাজির দেন। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিভিন্ন স্লোগানে মিছিল করেন। এ ছাড়া গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করেন তারা।