ঢাকা | অক্টোবর ৪, ২০২৪ - ২:৫৪ পূর্বাহ্ন

চাটখিল উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 27, 2022 - 3:28 pm
  • পঠিত হয়েছে: 126 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ শিক্ষক সমিতির চাটখিল উপজেলার শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম সভাপতি ও ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

নির্বাচনে চাটখিল উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ৩১০ জন শিক্ষক ভোটারে মধ্যে ২৯৪ জন ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে ভোট প্রয়োগ করেন।

এই নির্বাচনে সভাপতি মোরশেদ আলম সাধারন সম্পাদক আবদুল হাই সহ ১৭ পদের মধ্যে পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ জন সদস্য নির্বাচিত হয়। পাঁচজন নির্বাচিত সদস্যদের মধ্যে বাকি তিনজন নির্বাচিত সদস্য হচ্ছে সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেকান্দর সাংগঠনিক সম্পাদক, খিলপাড়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ আহসান সমাজ কল্যাণ সম্পাদক, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সাহেলা পারভিন মহিলা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলা হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আলিম।