ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পায়—ব্যারিষ্টার খোকন

  • আপডেট: Friday, November 25, 2022 - 5:10 pm
  • পঠিত হয়েছে: 128 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন আজ চাটখিল সোনাইমুড়ীতে বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠনের নিহত নেতৃবৃন্দের কবর জিয়ারত ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
বিকালে কুটুম ঘরে উপজেলার প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং বিগত কয়েকটি আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা এস এম ইব্রাহিম ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে মিথ্যা বক্তব্য প্রদান করেন এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান ২৭ শে অক্টোবর সোনাইমুড়িতে বিএনপির উদ্যোগে জনসভায় সরকার দলীয় নেতাকর্মীরা বাধা প্রদান হামলা উপেক্ষা করে সোনাইমুড়ী চৌরাস্তায় সমবেত হলে তাদের উদ্দেশ্যে বক্তৃতা প্রধানকালে ঐ পথ সভায় ভিতর একটি ষাঁড় গরু ঢুকে পড়লে কর্মীদের উদ্দেশ্যে আমি বলে ছিলাম পিটাও পিটাও আমার এই কথাকে ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করে এস এম ইব্রাহিম ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়
সংবাদিকদের কে আরো জানান আমি সংসদ সদস্য থাকা অবস্থায় সরকার কর্তৃক আমার সকল টিয়ারের মালামাল চাটখিল সোনাইমুড়িতে সকল মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রাথমিক বিদ্যালয় বরাদ্দ দিয়েছি তাহার টিউলেটার ও প্রকল্প কমিটির কাগজ চাটখিল সোনাইমুড়ী পিআইও অফিসে রক্ষিত আছে তিনি আরো জানান আওয়ামী লীগ রাজনীতি করে মিথ্যাচারের উপর বর করে তাদের কথায় জনগণ বিশ্বাস করেনা। সে কারনে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট করতে ভয় পায়।