ঢাকা | অক্টোবর ১১, ২০২৪ - ১:০৬ পূর্বাহ্ন

চাটখিলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, November 23, 2022 - 7:17 pm
  • পঠিত হয়েছে: 135 বার

আনিছ আহম্মদ হানিফ, চাটখিল নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে ২৩ নভেম্বর বুধবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ৩ নং পরকোট ইউনিয়নের উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক চাটখিল উপজেলা বিএনপি এডভোকেট আবু হানিফ বলেন, “আমাদের নেতারা একে অপরের পরিপূরক, আমাদের কোন অবস্থায় ডেসপারেট হওয়া যাবেনা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আসলে আমরা কাউকে মানবোনা,এবং কিছু দিনের ভিতর মধ্যে আপনাদের ইউনিয়নের একটা আহ্বায়ক কমিটি করা হবে,আমরা মূল কমিটি করার এখতিয়ার রাখিনা কিন্তু আহ্বায়ক কমিটির আমরা একটা নির্দিষ্ট সময় দেবো এর মধ্যে আপনারা ওয়ার্ড গুলোতে কমিটি করে ফেলবেন,এর পরেই আমাদের একটা সম্মেলন হবে”
প্রধান বক্তা সদস্য সচিব চাটখিল উপজেলা বিএনপি শাহাজাহান রানা বলেন,”চাটখিলের বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরকোট ইউনিয়ন,মাঠে যারা সক্রিয় আছেন আপনারা আহ্বায়ক কমিটি মেনে নিবেন এবং ঈমানের সাথে ওয়ার্ড কমিটি গুলা করে দিবেন,বিএনপির রাজনীতি করতে গিয়ে চাটখিল উপজেলা যুবদল নেতা জহির উদ্দিন বাবরের মত মামলা হামলার শিকার হয়ে ঘর বাড়ি ছাড়তে হয়েছে যাদের,তাদের প্রতি আমরা সমবেদনা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন আপনাদের কে সালাম প্রদান করেছেন”।

সাবেক সভাপতি ৩ নং পরকোট ইউনিয়ন মোঃ ইউনুসের সভাপতিত্বে ও পরকোট ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,যুগ্ম-আহ্বায়ক চাটখিল উপজেলা বিএনপি আলাউদ্দিন ভূইয়া,ইমাম হোসেন টিপু,লিয়াকত আলী ভুট্টো,আনিস আহমেদ হানিফ,শাহাজাহান খাঁন সাজু ও মিজানুর রহমান,, ইউনিয়ন বিএনপি যুবদল ছাএদলের নেতা কর্মী বৃন্দ।