ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানী কাকরাইলে ফুট আক্তারের চাঁদাবাজিতে অতিস্ট সাধারন ব্যবসায়ীরা, নেপথ্য স্থানীয় প্রভাবশালী নেতা

  • আপডেট: Wednesday, November 16, 2022 - 10:20 am
  • পঠিত হয়েছে: 126 বার

সোহাগ শরীফ: রাজধানী কাকরাইলে এক স্থানীয় আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় চলছে ব্যপক চাঁদাবাজি।

প্রতিদিন চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এসবের নেতৃত্ব দেন চীপ লাইনম্যান ফুট আক্তার। তার সহযোগী আছে ৮/৯ জন লাইনম্যান, সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেয় কিন্তু সে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সেই ডকুমেন্ট এই প্রতিবেদকের হাতে।জানায়ায় এই ফুট আক্তারের চাঁদাবাজির নেপথ্য নায়ক স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা।তার বিষয় আগামী পর্বে বিস্তারিত আসছে।

জানা গেছে, মালিবাগ মোড় থেকে শান্তিনগর চৌরাস্তার পশ্চিম পাশের সড়ক ও ফুটপাতে বাজার বসিয়ে দৈনিক অর্ধলক্ষাধি-ক টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কটির এক পাশ দখল করে সকাল ৬টা থেকে মাত্র আড়াই ২ ঘণ্টায় ৩ শতাধিক দোকানিকে বসানো হয়। তাদের কাছ থেকে ওঠানো হয় চাঁদা। এ সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে মালিবাগ-শান্তিনগর মোড়সহ আশপাশের গলিতে। ফুটপাত দখল হওয়ায় পথচলতি মানুষের পাশাপাশি চরম বিপাকে পড়তে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদেরও। এদিকে ফুটপাত বাদ দিয়ে সড়কে চলাচলের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এই বিষয় ফুট আক্তারকে ফোন দিলে তিনি ফোনটি রিসিপ করেননি।
ভূক্তভোগী সাধারন ব্যবসায়িকরা বলেন,আমরা কেমনে ব্যবসা করব টাকা না দিলে চলে নির্যাতন ও মারধর।

আর এ চক্রটিকে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ এক নেতা। বিস্তারিত আসছে আগামী পর্বে ।