ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

নাস্তানাবুদের আলাপন

  • আপডেট: Saturday, October 29, 2022 - 3:18 pm
  • পঠিত হয়েছে: 220 বার

নাস্তানাবুদের আলাপন
শাহ সাবরিনা মোয়াজ্জেম

মূর্ত সম্পর্ক গুলো
ভেঙে পড়ে শংকায়
বার বার কৌশলি কি হওয়া যায়!

কতো ভাবে ভালোবাসার রকমফের
বর্ণনা করেছি
হাতের কড় গুনে সঙ্গায়িত করেছি
হাতের রেখাগুলোকে!
নাহ জীবন নদীতটে
তুমি নও অন্যান্যদের ভীড়ের বাট্টা!
বেড়ে যাক প্রেমের গ্রাহক বাহক!

সঞ্চিত ভালোবাসা নেড়েচেড়ে
যোগ বিয়োগের বিকল্প কোথায়?
কি জানি—
আমি হেসে উঠি বিয়োজন অভিস্পায়!
কেননা, কংক্রিটের কংকাল ঘড়ি
নড়েচড়ে উঠে মনের ঘরে!
মনস্কামে শিন্নী দেবো নাকি কুকুর তাড়াবো?

অধুনা সমাপন আর নির্ভেদ শরীর
চিত্রিত অন্ধকারে নড়াচড়া করে!
পূণ্যবতীর — যেখানে ভোর গড়ায়না
রাত বির্বণ ঘোর থাকে
কামিনী — যামিনী থাকে রগরগে
সংশয়ের ধুলি মাড়িয়ে!
অথচ আমি একাই অষ্টরম্ভা নারী!

কখন জানি জীবন ঠিকুজি নিভে যায়
সম্মোহনী প্রহর আড়ালে পাখা মেলে!
জুয়াড়ি বংশীবাদকের খোঁজে কখনো যাইনি! অচেনা সুর অচেনা মানুষ আমায়
নাস্তানাবুদ করে!

তবুও বলে বেড়াই —
বেশ আছি — তপস্যার আরাধ্য নিয়ে —চতুর্দশি ক্ষণে!
বৃহন্নলার ডামাডোলের —তারি খেয়ে
বিস্ময়ে — বুদ হয়ে আছি!