ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম

লাখ টাকার লেহেঙ্গায় নজর কেড়েছেন এশা

  • আপডেট: Friday, October 21, 2022 - 2:36 pm
  • পঠিত হয়েছে: 142 বার

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া প্রতিযোগী এশা গুপ্তা। অন্তরঙ্গ দৃশ্য কিংবা খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো নিজের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুলেন। এবার ব্যয়বহুল পোশাক পরে নজর কাড়লেন এশা।

দিওয়ালিতে আনন্দে মেতেছিলেন বলিউড তারকারা। বাদ যাননি এশা গুপ্তাও। আর সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এশা। তাতে দেখা যায়, এশার পরনে লাল রঙের প্রিন্টেড লেহেঙ্গা; গলায় হিরার নেকলেস। কানে দুল। ঠোঁটে লাল রঙের লিপস্টিক। এমন সাজে নেটিজেনদের মন কেড়েছেন এশা।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এশার এই লেহেঙ্গা ডিজাইন করেছেন ঋদ্ধি মেহরা। যার মূল্য ৯৪ হাজার ৮০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৬ হাজার ৭৪১ টাকা)।

এশা গুপ্তা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আশ্রম থ্রি’। এতে ববি দেওলের বিপরীতে অভিনয় করেন এশা। ববির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন এশা। এটি পরিচালনা করেন প্রকাশ ঝা। ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে মুক্তি পায় ওয়েব সিরিজটি।