ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৪ - ৬:৩১ পূর্বাহ্ন

লাকসামে শামীম চেয়ারম্যানই কী ধর্ষক মেম্বারের গডফাদার?

  • আপডেট: Friday, June 28, 2024 - 6:48 am
  • পঠিত হয়েছে: 55 বার

টাচ নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম এখন ধর্ষক মেম্বারের গডফাদার হিসাবে জনতার কাঠগড়ায়।

গত ২২ জুন রাতে গোবিন্দপুর ইউপি মেম্বার আবদুল হক ইছাপুরা গ্রামের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন করতে গেলে ধর্ষিতার আত্মচিতকারে স্হানীয় জনগন উক্ত মেম্বারকে হতে নাতে ধরে আটক করে।
২৩ জুন সকালে চেয়ারম্যান শামীমের নির্দেশে তার লাঠিয়াল বাহিনীর সদস্য সাইফুলের নেতৃত্ব আটককৃত মেম্বার আব্দুল হককে ছিনিয়ে আনা হয়। থানা প্রশাসনকে না জানিয়ে চেয়ারম্যান শামীম বিষয়টি ধামাচাপার পদক্ষেপ নেয়।

২৪ জুন শামীমের উপস্থিতিতে ইউনিয়নে পরিষদ কার্যালয়ে বসে শালিসী বৈঠক। ধর্ষিতার জবানবন্ধির পর চেয়ারম্যান শামিম ধর্ষনের সত্যতা যাচাইয়ের জন্য মেম্বার জাহাঙ্গীর আলম ও সর্দার আব্দুল করিমের তত্ত্বাবধানে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
প্রশ্ন হচ্ছে , এধরনের ঘটনা থানা পুলিশকে নাজানিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর এখতিয়ার কী চেয়ারম্যানের আছে? অনেকের ধারণা মেডিকেল রিপোট ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়ারম্যান শামিম থানা পুলিশকে পাশ কাটিয়ে এই অনৈতিক পন্থা অবলম্বন করেন । যা দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাংগুলী প্রদর্শনের শামিল।

প্রকাশ, চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের বিরুদ্ধে এলাকার চাঁদাবাজী , দরবার বানিজ্য, মাদক ব্যাবসা , জমি দখল,অবৈধ ড্রেজার ব্যাবসা সহ বহু অভিযোগ বিদ্যমান । জামাত শিবিরকে আওয়ামীলীগ বানানো এবং আওয়ামীলীগের পরিক্ষিত নেতা কর্মিদের স্বাধীনতা বিরোধী বানিয়ে বড় ধরনের আর্থিক বানিজ্যের অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে ।

লাকসামে ত্যাগী ও পরীক্ষিত আওয়ামীলীগের নেতা কর্মিরা চেয়ারম্যান শামিমের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না । কারন শামিমের লাঠিয়াল বাহিনির দৌঁড় সম্পর্কে স্হানীয় জনগন সহ আওয়মীলীগের নেতা কর্মীরা ভীত সন্তস্হ।

ধর্ষনের বিষয়টি মিডিয়ায় আসলে স্হানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম নির্দেশে অভিযুক্ত মেম্বারকে বরখাস্তের পদক্ষেপ নেওয় হয়েছে।
সাংগঠনিক ব্যাবস্হা হিসাবে গোবিন্দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উক্ত আবদুল হক মেম্বারকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে।