ঢাকা | মে ১০, ২০২৪ - ৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম

চাটখিলের চাঁদা‌বাজ সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • আপডেট: Friday, February 9, 2024 - 6:05 am
  • পঠিত হয়েছে: 83 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে সন্ত্রাসী চাঁদাবাজ গ্রেফতারের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন
আজ বৃহস্পতিবার ৬ নং ইউনিয়নের কাচারী বাজারে সর্বস্তরের ব্যবসায়ী এলাকাবাসীর যৌথ উদ্যোগ ঢাকা চাটখিল মহাসড়কের উপর মানববন্ধন করে ব্যবসায়ী ও এলাকাবাসীর সাংবাদিকদের জানান বেশ কিছুদিন থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মনির ও তার বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে তার বাহিনীর লোকজন এবং মনির ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে ঢুরি ডাকাতি করে বাজার ব্যবসায়ীদের কাছে প্রতি নিয়ত চাঁদাবাজি করে ব্যবসায়ী ও এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসন জন প্রতিনিধি কাছে সন্ত্রাসী প্রধান মনির ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জানালেও প্রশাসন গ্রেফতার কোন প্রকার সহযোগিতা তারা পায় নাই চাঁদাবাজ সন্ত্রাসী মনির প্রকাশ্য অশ্রু নিয়ে চলাফেরা করে ব্যবসায়ীযা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের কে শারীরিক নির্যাতন প্রাণনাশের হুমকি দিত সে ভয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেয় অনেকে দোকান বন্ধ রাখে সন্ত্রাসী মনির তার বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ এলাকাবাসী জানান ইতিপূর্বে চাঁদাবাজ সন্ত্রাসী মনির জাতীয় সংসদের স্পিকারে আত্মীয় পরিচয় দিয়ে প্রশাসনের লোকজনের সাথে এবং এলাকার একাধীক অপরাধের কারণে তাকে গ্রেফতার করে কিছুদিন জেল খাটার পর জামিনে মুক্ত হওয়ার পর থেকে মনির এবং তার বাহিনী এলাকায় চুরি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দেয় এলাকাবাসী দিশেহারা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার কারণে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করতে বাধ্য হয়।
মানববন্ধনে বক্তারা বলেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী মনির তার বাহিনীর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা তাদের গ্রেফতারের জোর দাবি জানান না হয় বাজারে ধর্ম ঘটের ডাক দিবেন ।