ঢাকা | মে ৯, ২০২৪ - ৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম

চাটখিলে চোরাই মালামাল সহ চোর চক্রের ৩ সদস্য কে গ্রেফতার

  • আপডেট: Tuesday, January 23, 2024 - 11:53 am
  • পঠিত হয়েছে: 84 বার

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলের গত কয়েকদিন যাবত বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায়, এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় চাটখিল থানার পুলিশ গত কয়েক দিনে কয়েকজন চোরকে আটক করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এসব চোরদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে মরিয়া প্রচেষ্টা চালিয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চোরাই চক্রের সদস্যরা মানুষের পানির কল, রিক্সার ভ্যাটারি, সেচ কাজে ব্যবহৃত মেশিন, কৃষকের গরু চুরি করে আসছিলো।
অবশেষে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল এই চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত হলো মোহাম্মদপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে জাবেদ (২০), একই গ্রামের নুরুল হকের ছেলে মাহমুদুজ্জামান রিপন ওরফে মানিক (২২),একই গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে মোজাম্মেল হোসেন রাফি (২৩)।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান বাহালুল বলেন, গতকাল এলাকায় সেচ মেসিং চুরি হয়। এরপর আমরা গোপনে এ ঘটনার সাথে জড়িতদের বিষয় খোঁজখবর নিতে থাকি।
পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের সন্দেহ হলে তাদের ঘর তল্লাশি করা হলে উক্ত মেশিন পাওয়া যায়। সাথে সাথে স্থানীয় চৌকিদারেরা তাদের আটক করে। পরবর্তীতে আমরা থানা পুলিশকে খবর দিয়ে তাদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করি।

এ ব্যাপারে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে
এবং মাদক ও চোর চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।