ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

বামনায় এসএসিপি প্রকল্প আওতায় ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 3, 2024 - 6:45 am
  • পঠিত হয়েছে: 131 বার

টাচ নিউজ ডেস্ক৷ এসএসিপি প্রকল্প আওতায় বামনায় কৃষি কর্মকর্তার উদ্যোগে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বামনা উপজেলা কৃষি অফিস এসএসিপি প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চ মূ্ল্যের ফসল উৎপাদন কলাকৌশলের উপর একদিনের কৃষক /কৃষাণীদের প্রশিক্ষণ দেন।
এ সময় কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন বলেন, লাভজনক কৃষির কথা মাথায় রেখে উচ্চ মূল্যের ফসল আবাদের প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। এসময় তিনি আরো বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির জন্য যা যা করার সব করছে।’সরকার সবসময় কৃষকের লাভের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রেও সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে বামনা কৃষি কর্মকর্তা জানান। প্রশিক্ষণ চলাকালে কৃষি কর্মকর্তা ফারজা তাসনিম কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও উচ্চ মূল্যের ফসলের গুরুত্ব তুলে ধরেন কৃষকদের মাঝে।