ঢাকা | এপ্রিল ২৮, ২০২৪ - ৪:৫২ অপরাহ্ন

শিরোনাম

ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি আদালতের

  • আপডেট: Monday, August 28, 2023 - 8:26 am
  • পঠিত হয়েছে: 230 বার

টাচ নিউজ ডেস্ক : শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে ১৮ জন শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এই মামলা করেন।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আজ শুনানি শেষে তার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ২০০৬ সালের আগে যারা কর্মে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ১৮ জন আজ শ্রম আদালতে মামলা করেছেন। আদালত সমন দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়েছে।