ঢাকা | এপ্রিল ২০, ২০২৪ - ৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

খেলাধুলার উন্নয়নে সরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে-শিল্পমন্ত্রী

  • আপডেট: Thursday, February 23, 2023 - 10:04 am
  • পঠিত হয়েছে: 130 বার

শিবপুর,নরসিংদী: নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। ক্রীড়া প্রতিযোগিতা ছেলেমেয়েদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এজন্য সরকারের পৃষ্ঠপোষকতা লাগে। দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন তরুণদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে হবে। সরকার এলক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশের ৮টি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলাগুলোতে স্টেডিয়ামের পাশাপাশি উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযেগিতার আয়োজন করা হচ্ছে। জাতীয় দলগুলোর জন্য দেশি-বিদেশি বরেন্য কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আরো ভালো করবে বলে আশা করি।

গতকাল (২১ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
‘মরহুম সুবেদার মেজর (অব:) মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া (মোহন)। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম. তালেব হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আব্দুল ওয়াহেদ এবং শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন আব্দুল্লা আল মইন ঝুটন।

উল্লেখ্য, ‘মরহুম সুবেদার মেজর (অব:) মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলায় শিবপুরের সাধারচর ইউনিয়ন স্পোটিং ক্লাব এবং জয়নগর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে জয়নগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।