ঢাকা | এপ্রিল ১৮, ২০২৪ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

সালাম,বরকত,রফিকের রক্তের সিড়ি বেয়ে আমরা মহান স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছি – বেগম রওশন এরশাদ এমপি

  • আপডেট: Wednesday, February 22, 2023 - 6:24 pm
  • পঠিত হয়েছে: 55 বার

টাচ নিউজ ডেস্ক: অদ্য বিকাল ৩ ঘটিকায় মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পার্টির এক আলোচনা সভা পার্টির প্রেসিডিয়াম এর সিনিয়র সদস্য এস এম এম আলমের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্যে টেলিকনফারেন্সের মাধ্যমে বেগম রওশন এরশাদ বলেন, ৫২’ এর ভাষা আন্দোলনের শহীদ বরকত, সালাম, রফিক এর রক্ত আমাদের কে শিখিয়েছে স্বাধীনতার জন্য কিভাবে রক্ত দিতে হয়? তিনি বলেন, বাঙালি জাতির ভাষার জন্য যে বলিদান তা গোটা বিশ্বে বিরল। তিনি দেশের নিরন্ন বুভূক্ষ মানুষের অবস্থার উন্নয়নের জন্য গোটা জাতিকে ঐক্য বদ্ধভাবে আরেকটি লড়াই এর জন্য প্রস্তুত নিতে হবে বলে উল্লেখ্য করেন। আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিব। তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণে ব্যাপক প্রস্তুতির জন্য সকলকে আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব গোলাম মসিহ, জাতীয় সংসদ বিরোধী দলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় সংসদ সদস্য পল্লীবন্ধু এরশাদ পুত্র সাদ এরশাদ এমপি, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, জিয়াউল হক মৃধা সাবেক এমপি, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশিদ, জাফর ইকবাল সিদ্দিকী – সাবেক এমপি, নূরুল ইসলাম নুরু, সাবেক ছাত্র নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, আব্দুর আজিজ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, জহিরুল ইসলাম জহির, কামাল হোসেন, আজমল হোসেন জিতু, অন্দির আউয়াল সরকার, আব্দুর কাদের জুয়েল, জিয়াউল হক জুয়েল, মহিলা পার্টির তাহেরা মোশারফ শোভা, কৃষিবিদ ইশা জাকারিয়া ভূইয়া, শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, কৃষক পার্টির এড. ইমদাদুল হক, ছাত্রনেতা আবু সাইদ লিউন প্রমুখ।