টাচ নিউজ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা প্রিন্সের মাতা শাহানা বেগম (৬০) মঙ্গলবার ২১ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৫টায় স্ট্রোক জনিত কারণে আক্রান্ত হয়ে হাসপাতালে গমনরত অবস্থায় পথিমধ্যে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। মরহুমার নামাজে জানাজা বাদ এশা বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১২নং ওয়ার্ড শাখা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রিন্সের মাতা শাহানা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।