বুধবার, মে ৩১, ২০২৩

বঙ্গবন্ধু হত্যার রায়ের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়

অনলাইন ডেক্স : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সাধারণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি।

বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছিল, উচ্চ আদালতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার রায় ঘোষণার মাধ্যমে সেটা দূর হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, উচ্চ আদালতে বিচাপতি খায়রুল হক এবং বিচারপতি তোফাজ্জল সাহেব রায় দিয়েছিলেন বলেই আমরা সেই রায় কার্যকর করতে সক্ষম হয়েছিলাম। ওই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাটা প্রবর্তন করা সম্ভব হয়েছিল।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ (সোমবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আইনের শাসন আমরা নিশ্চিত করব, বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করব। কারণ, আমরাই ভুক্তভোগী। বিচার পাওয়ার অধিকার আমরা হারিয়েছিলাম। আমরা যখন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েছিলাম সেখানে অনেক বাধা এসেছিল। সেই বাধা অতিক্রম করে সেই অর্ডিনেন্স বাতিল করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের কাজ শুরু করি। বিচারের রায় যেদিন দেওয়ার কথা সেদিন বিএনপি-জামায়াত হরতাল ডেকেছিল। যাতে জজ সাহেব কোর্টে যেতে না পারেন, রায় দিতে না পারেন। তাছাড়া তার ওপর অনেক জুলুম করা হয়েছিল। তিনি অত্যন্ত সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি কোনো কিছু মানেননি। সেই রায় গোলাম রসুল সাহেব দিয়ে যান।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন শেখ হাসিনা। ছবি : পিআইডি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি তখন আবার বিচার শুরু হয়। তখনও অনেক বাধা আমাদের ছিল। যাই হোক আল্লাহর রহমতে বিচার করে সেই রায় আমরা পেয়েছি, রায় কার্যকর করা হয়েছে। কিছু ঘাতক এখনও ফিউজিটিভ আছে, অনেকের খবর আমরা জানি।

সরকারপ্রধান বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরকারপ্রধান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও অনেক বাধা-বিঘ্ন আসে। শুধু দেশে নয়, অনেক বড় বড় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই বিচারে অনেক বাধা দেওয়ার চেষ্ট করে। আবার কেউ কেউ তো সরাসরি আমার সঙ্গে টেলিফোনে কথাও বলে। এই ধরনের চাপ কিন্তু সব সময় ছিল, তারপরও যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি।

শেখ হাসিনা আরও বলেন, যারা বিচার করবে তাদের নিরাপত্তা, তাদের কাজ করার সুবিধা যাতে হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে। সুপ্রিম কোর্টে বিজয় ৭১ ভবন, সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামসহ অন্যান্য অবকাঠামো করে দিয়েছি। আমরা সেটাই চাই যে, যারা বিচার করবেন এবং যারা বিচার চাইতে আসবেন, সকলে যেন একটা সুষ্ঠু পরিবেশ পান। ভালো পরিবেশ পেলে চিন্তা করারও একটা সুযোগ হয়। সঠিক চিন্তা করেই বিচার করতে হয়। এটা একটা কঠিন কাজ। কাজে সেই কাজটা যেন সহজ হয় সেই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, সারা বিশ্ব যখন সন্ত্রাস, জঙ্গিবাদে একেবারে বিধ্বস্ত, বাংলাদেশে কিন্তু একটাই ঘটেছে; সেই হোলি আর্টিসান।

সম্মেলনে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

Related Articles

চাটখিলে খিলপাড়া বাজার থেকে ১০৫ পিছ ইয়াবাসহ একজন আটক

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: চাটখিল নোয়াখালী চাটখিল থানা পুলিশ কর্তৃক ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে...

চাটখিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে “মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন আনুদান

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধিঃ চাটখিল নোয়াখালী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আফসর উদ্দিন পাটোয়ারী বাড়ীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, সুমনের পরিবারকে "মোহাম্মদ আলী তফাদার স্মৃতি...

নাগরিক অধিকার আন্দোলন ইস্যুতে ‘জাতীয় সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ

টাচ নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

চাটখিলে খিলপাড়া বাজার থেকে ১০৫ পিছ ইয়াবাসহ একজন আটক

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: চাটখিল নোয়াখালী চাটখিল থানা পুলিশ কর্তৃক ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে...

চাটখিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে “মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন আনুদান

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধিঃ চাটখিল নোয়াখালী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আফসর উদ্দিন পাটোয়ারী বাড়ীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, সুমনের পরিবারকে "মোহাম্মদ আলী তফাদার স্মৃতি...

নাগরিক অধিকার আন্দোলন ইস্যুতে ‘জাতীয় সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ

টাচ নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক...

চাটখিল ভ্রাম্যমান আদালতে নরমাল ডেলিভারি হাসপাতালের জরিমানা

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল পৌর শহরের হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মে ২ প্রতিষ্ঠান ও ফুটপাতের ৩ দোকানদারকে...

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করুনঃ সাদ এরশাদ এমপি

টাচ নিউজ ডেস্ক: জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লীবন্ধু এরশাদ-পল্লীমাতা রওশন এরশাদ পুত্র ও...