স্বাধীনতা
ইসমাইল সজিব
স্বাধীনতা আনতে গিয়ে রক্ত দিলাম কতো
ভাই হাড়ালাম বোন হাড়ালাম
মা হাড়ালাম শত
আঘাত খেলাম দুঃখ পেলাম
ভোগলাম যাতনায়
স্বাধীনতা তোমায় ছাড়া
বাঁচা ভীষণ দায়।
তোমার পৃষ্ঠে মাথা রেখে
কাঁদতে কি-যে সুখ
তোমার অহংকারে মোদের
ভরে উঠে বুক।
বাঁশবাগানে মুখ লুকানো
চাঁদের আলোর মতো
বন্দি হৃদয়ে জাগল জোয়ার
দুঃখ হলো গত।।