টাচ নিউজ ডেস্কঃ ১২ দিন বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ২৯ মার্চ থেকে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি জানান, পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে বন্দরে অনেক ব্যবসায়ীর পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিলো। এই কারণে গত ২৯ মার্চ থেকে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। বর্তমান গুদামগুলোতে পেঁয়াজ মজুদ কমে গেছে। তাই দেশের বাজারে চাহিদা থাকায় আবারও পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, নতুন করে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই।