টাচ নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ জেলা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। সোমবার বিকেলে হোচট খেয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার পায়ে প্লাস্টার করা হয়েছে।
দ্রুত সুস্থ্যতার জন্য পরিবার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সকলের কাছে দোয়া কামনা করেছেন মেয়র টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, মেয়র ইকরামুল হক টিটু সোমবার দুপুরে বাসায় হটাৎ হোচট খেয়ে পড়ে যান। এতে তিনি বাম পায়ে আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে তার পায়ে এক্সরে করা হলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা দেয়। তারপর পায়ে প্লাস্টার করা হয়েছে। চিকিৎসক তাকে ২১ দিন পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।