টাচ নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন।
সোমবার (৬ জুন) ভোরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাওলানা রফিকুল ইসলামের স্ত্রী শামিম আরা, রফিকুলের ভাই জুবায়ের ও তার স্ত্রী এবং ছেলে রাফি।
জৈন্তাপুর থানার ডিউটি অফিসার দীন ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম আরার স্বজন ইমামুল হাসান সাজু জানান, প্রতিদিনের মতো তারা ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে পাশের টিলা তাদের টিনসেড ঘরে ধসে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চার জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।