টাচ নিউজ ডেস্কঃ দেশ-প্রবাসের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বুলু।
শুভেচ্চা বার্তায় নেতৃদ্বয় বলেন, প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, সংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার,আমাদের সবাইকে। ২০২১ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক।
এই শুভ কামনায়, সকলকে-২০২২ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।