টাচ নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে কঠোর লকডাউন প্রত্যাহার করে কিছুটা মানুষের চলাচলে বিধিনিষেধ কিছুটা শিথিল সরকার। আর এ বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষ ও যানবাহনের।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে পদ্মা পারাপারের জন্য ঘাটে উপস্থিত হচ্ছেন যাত্রীরা। বাড়তি যানবাহনের চাপ পড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে ঘাট কতৃপক্ষকে।
গণপরিবহন চালু হওয়ায় ঘাটে আসতে সড়ক পথে দুর্ভোগ কমেছে যাত্রীদের।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে ১০টি ফেরি ও ৭৮টি লঞ্চ চলাচল করছে।