টাচ নিউজ ডেস্ক: রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক অজ্ঞাত ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। এ সময় ঘটনাস্থলে কয়েক জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও।
সোমবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা বিবিসি, রয়টার্স এবং এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, সোমবার রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে হঠাৎ হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কালো মুখোশ পরা ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়।
বিবিসি জানায়, বন্দুকধারীকে আটকের পর বিশ্ববিদ্যালয় ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।