টাচ নিউজ ডেস্কঃ মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার (১৯ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (সিআইপি)।
প্রধান অতিথি তার বক্তৃতায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন এবং নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এসময় সেলিনা ইসলাম, মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সার্বিক দিক ভালোভাবে পর্যবেক্ষণ করে দেশের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে নতুন গভর্নিং বডির প্রতি আহ্বান জানান।