টাচ নিউজ ডেস্ক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রয়েছে। যতই প্রতিকূলতা আসুক এই অগ্রযাত্রাকে থামানো যাবে না।
এ সময় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিটিভি ও বাংলাদেশ বেতারসহ দেশের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে।