টাচ নিউজ ডেস্ক: যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে মায়ের ভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানিয়েছে সিঙ্গাপুর আওয়ামী লীগ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি রহমত জয় এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুল দলের পক্ষ হতে এ শ্রদ্ধা নিবেদন করেন।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এ ভাষা, আজ সে ভাষা তার মূল চরিত্র হারাতে বসেছে। দেয়ালের পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ম্যাগাজিন সহ বিভিন্ন বইয়ে ভুল বানানের ছড়াছড়ি। আসুন ভাষা শহীদদের ও ভাষাকে শ্রদ্ধা দেখিয়ে আজ আমরা দৃপ্ত কন্ঠে শপথ করি, আমরা সবাই সঠিক বানান, সঠিক উচ্চারণ ও সঠিক ভাবে ভাষার ব্যবহারে সচেষ্ট থাকব।
বিবৃতিতে আরো বলা হয়, ভাষা সৈনিকদের পথচলায় আমাদের নতুন দিনের অঙ্গিকার, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার। ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়াই হোক সকলের প্রতিজ্ঞা।