টাচ নিউজ ডেস্ক: বাগদান সারলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স, আজীবনের সঙ্গী হতে চলেছেন দীর্ঘ দিনের প্রেমিক স্যাম আসগরি। এ খবরটি নিশ্চিত করেছেন ব্রিটনি স্পিয়ার্সির গায়িকার ম্যানেজার ব্র্যান্ডন কোহেন পিপল ম্যাগাজিনকে।
ব্র্যান্ডন কোহেন বলেন—‘এই যুগল দীর্ঘদিনের সম্পর্ককে আজ (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। ভক্তরা তাদের প্রতি যে সমর্থন, ভালোবাসা প্রকাশ করেছেন তাতে অভিভূত তারা।’
ব্রিটনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে স্যাম আসগরির সঙ্গে দেখা যায় ব্রিটনিকে। তার ডান হাতের অনামিকায় একটি আংটি শোভা পাচ্ছে। যা বারবার দেখান তিনি। অন্যদিকে স্যাম তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে স্যাম-ব্রিটনি চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন। এতেও ক্যামেরার সামনে হাত প্রদর্শন করে ব্রিটনি তার অনামিকায় শোভা পাওয়া আংটিটি দেখিয়েছেন।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ২৭ বছর বয়েসী স্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।