টাচ নিউজ ডেস্কঃ এবারের ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে মডেল-অভিনেত্রী চমক তারা’র জন্য বছরের এ দিনটি একটু অন্য রকম।
আসছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ১৪ তারিখ সন্ধ্যায় প্রকাশিত হতে যাচ্ছে ‘রৌদ্র ছায়া’ শিরোনামের নতুন একটি মিউজিক্যাল ফিল্ম। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসাবে দেখা যাবে সময়ের সম্ভাবনা ও লাস্যময়ী মডেল-অভিনেত্রী চমক তারা ও শাহেন শাহ্ কে।
গানটি প্রকাশিত হবে ১৪ তারিখ (সোমবার) সন্ধ্যায় চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেলে|
কাজী জামাল এর কথা ও সুরে রোমান্টিক ঘরানার এ গানটিতে কন্ঠ দিয়েছেন বেলী আফরোজ।
‘রৌদ্র ছায়া’ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন প্রিন্স খান ও সম্পাদনায় আশরাফুল আলম।
এ বিষয়ে চমক তারা বলেন, ‘রৌদ্র ছায়া’ এটি ভালবাসার গান, কক্সবাজার এর বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণের মাধ্যমে গানটির কাজ শেষ করেছি। আশা করি মিউজিক্যাল ফিল্ম টি সবার ভালো লাগবে।